‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করতে পারবেন না পোপ!

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং সেনাবাহিনীর আপত্তি থাকায় সফরকালে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করতে পোপ ফ্রান্সিসকে অনুরোধ করা হয়েছে।
পোপের প্রতি এ আহ্বান জানিয়েছেন দেশটির কার্ডিনাল চার্লস মং বো। মার্কিন সংবাদমাধ্যম লস এঞ্জেলেস টাইমসে শনিবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
আগামীকাল মিয়ানমার সফরে যাচ্ছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সংকট চলাকালে, রোহিঙ্গাদের নিয়ে তিনি কী বলেন, এ বিষয়টি রয়েছে আগ্রহের কেন্দ্রে। পত্রিকাটির খবরে আরো বলা হয়, পোপের সফর কূটনৈতিক হলেও এটি তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। গত আগস্ট মাসে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের ঘটনায় তাদের জন্য প্রার্থনা করেছিলেন পোপ।