যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ত্রাণের গুদামে আগুন
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় জাতিসংঘের খাদ্য কর্মসূচির গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ত্রাণ ধ্বংস হয়ে গেছে।
দেশটির স্থানীয় সরকারমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। সেখানে ইয়েমেনের বাস্তুহারাদের জন্য রান্নার জ্বালানি ও খাবারসহ লাখ লাখ ম্যাট্রেস ধ্বংস হয়ে গেছে বলে জানান বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণকর্মীরা।
মানবিক সহায়তার চরম সংকটে থাকা ইয়েমেনে এই বন্দর দিয়েই ত্রাণ পৌঁছাত। অবরোধ শিথিল করা হলে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ত্রাণ যাচ্ছিল ইয়েমেনে।
গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষকবলিত ইয়েমেনে অব্যাহত রয়েছে মার্কিন সমর্থিত সৌদি জোটের হামলা। আর এ যুদ্ধ-পরিস্থিতির মধ্যেই কলেরা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। প্রাণ হারায় প্রায় আড়াই হাজার মানুষ।