প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের আজ বিয়ে

প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি (৩৩) ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের (৩৬) বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে।
রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলের বিশাল অঙ্গনের চৌদ্দ শতকের সেন্ট জর্জেস চ্যাপেলে (খ্রিস্টান উপাসনালয়) বিয়ে সম্পন্ন হবে। প্রায় ছয় শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যে বেশির ভাগই আত্মীয়স্বজন।
বিয়েতে আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। একেবারে সামনে থেকেই সবাই সবকিছু দেখতে পারবেন।
ব্রিটিশ রাজ পরিবারের অনেক ভক্ত গতকাল শুক্রবারের রাতটি কাটিয়েছেন উইন্ডসর ক্যাসলের বাইরে, অস্থায়ী তাঁবুতে।
এরই মধ্যে মা ডোরিয়া র্যাগল্যান্ডকে নিয়ে বার্কশায়ারের ক্লিভডেন হোটেলে পৌঁছেছেন পাত্রী মেগান মার্কল। মেগানকে নিয়ে গির্জায় কে প্রবেশ করবে সে সংক্রান্ত জটিলতাও কেটে গেছে।
সাধারণত পাত্রীর বাবা এই দায়িত্ব পালন করে থাকেন। তবে মেগানের বাবা অনুপস্থিত থাকায় এ দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন হ্যারির বাবা প্রিন্স চার্লস।