ইয়েমেন যুদ্ধ
শিশু মৃত্যুর জন্য সৌদি জোটকে দায়ী করল জাতিসংঘ

ইয়েমেনে চলমান যুদ্ধে শিশুদের মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করল জাতিসংঘ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বিশেষভাবে প্রাপ্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
'শিশু ও সশস্ত্র যুদ্ধ' শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে যুদ্ধের কারণে মোট এক হাজার ৩১৬ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সৌদি জোটের হামলায় ৫৫২ শিশু মারা গেছে। আহত হয়েছে অন্তত তিনশ শিশু। যুদ্ধরত হুতি বিদ্রোহীদের হামলায় নিহত শিশুর সংখ্যা ৮৩।
এ ছাড়া আল-কায়েদা, ইয়েমেন সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর হামলায়ও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এসব মৃত্যুর ৫১ শতাংশই বিমান হামলায় ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।