বিশ্বকাপ পাতানো?
ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবারের বিশ্বকাপের আগে ছিল বিশেষ আলোচনায়। দুর্নীতির কারণে যেন ক্রিকেট কোনোভাবেই কলুষিত হতে না পারে, তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হয়েছে, তা বেশ বিস্তারিতভাবেই জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন, ব্যাট-বলের রোমাঞ্চকর পরিপূর্ণ এক লড়াই দেখা যাবে তৃপ্তি নিয়ে। কিন্তু একি? ক্রিকেটের সবচেয়ে বড় আসরের প্রতিটি খেলাই নাকি পাতানো! সামাজিক গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এক বার্তায় আগে থেকেই লিখে রাখা হয়েছে জয়ী দলের নাম!
এখন পর্যন্ত বিশ্বকাপ আসরের যে নয়টি খেলা হয়েছে, তার ফলাফল হুবহু মিলে গেছে সেই বার্তার সঙ্গে। এমনকি আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারানোর অঘটনটিও। বিশ্বকাপে কোন দুটি দল সেমিফাইনাল খেলবে, কারা ফাইনালে খেলবে, এমনকি কে শিরোপা জিতবে তা-ও আগে থেকে লেখা আছে সেই বার্তায়। বিশ্বকাপের সব ম্যাচ সত্যিই পাতানো হলে, ক্রিকেট বিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন। ‘চোকার’ দক্ষিণ আফ্রিকা! হোয়াটস অ্যাপের এই বার্তা অনুযায়ী বাংলাদেশ পেরোতে পারবে না গ্রুপ পর্বের বাধা।
ক্রিকেট অঙ্গনে তোলপাড় ফেলে দেওয়ার মতো চাঞ্চল্যকর এই ব্যাপারটির সঙ্গে সত্যিই বাজিকরদের কারসাজি আছে কিনা, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে যে কেউ নিছকই অনুমান থেকে জয়ী দল নির্ধারণ করেছে। তবে খবরটি যাঁদের চোখে পড়েছে তাঁরা যে আগামী ম্যাচগুলোর দিকে নজর রাখবেন, সে ব্যাপারে সন্দেহ নেই। বার্তায় বলা হচ্ছে, ২১ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে জয়ী হবে পাকিস্তান। হোয়াটসঅ্যাপের বার্তা অনুযায়ী আরো কিছু অঘটনের দিকে নজর রাখা যেতে পারে। যেমন এবারের বিশ্বকাপে পাকিস্তানকে হারের স্বাদ দেবে আরব আমিরাত। আর ১৪ মার্চ ভারত হেরে যাবে জিম্বাবুয়ের বিপক্ষে।
ব্যাপারটির সঙ্গে ম্যাচ পাতানোর কোনো অশুভ সংযোগ যে নেই, সেটা প্রমাণিত হলেই খুশি হবেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কোনোভাবে সেটা সত্যি হলে ক্রিকেট অঙ্গনে শুরু হবে ব্যাপক ওলট-পালট।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া