কানের দুলে এক কেজি সোনা
কানের দুলের ওজন এক কেজি, শুনে অনেকেই অবাক হবেন নিশ্চিত। চলতি সপ্তাহেই এক কেজির বেশি ওজনের একটি স্বর্ণের কানের দুল প্রদর্শন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একটি ভারতীয় গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ব্রাইডাল জুয়েলারি হল নামে ওই প্রতিষ্ঠানটির দাবি, এটিই বিশ্বের সবচেয়ে বড় ঝুমকো কানের দুল।
দি ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ ক্যারেটের এক একটি ঝুমকো কানের দুলের দাম প্রায় ৩৬ লাখ রুপি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির নতুন বিক্রয়কেন্দ্রে এ ঝুমকার প্রদর্শনীতে ছিলেন বলিউডের তারকারাও।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারো পক্ষেই এ ঝুমকাকে অন্তত গয়না হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। তারা এ ঝুমকা কেবল সংগ্রাহকদের জন্য তৈরি করতে চায়। আর অবশ্যই রেকর্ড গড়ার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় কানের দুল হিসেবে এই ঝুমকো কানের দুল গিনেজ বুকে তোলার জন্য নাকি এরই মধ্যেই আবেদন করেছে ব্রাইডাল জুয়েলারি হল।