পদত্যাগ করল মিসরের মন্ত্রিসভা
ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় পদত্যাগ করেছে মিসরের মন্ত্রিসভা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব পুরো মন্ত্রিসভার পক্ষে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কাছে পদত্যাগপত্র জমা দেন।
প্রেসিডেন্ট সিসি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র। তবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পদত্যাগী মন্ত্রিসভাকেই তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিসি। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য দেশটির তেলমন্ত্রী শেরিফ ইসমাইলকে নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে পদত্যাগের কারণ জানা যায়নি। আগামী মাসে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই দুর্নীতির দায়ে চাপের মুখে মিসরের মন্ত্রিসভা। কয়েকদিন আগেই দেশটির কৃষিমন্ত্রীকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে।