Beta

তাইওয়ানে হাসপাতালে আগুন, নিহত ৯

১৩ আগস্ট ২০১৮, ১১:৩৪ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১২:১৯

বিবিসি
তাইওয়ানে আগুন লাগা হাসপাতাল। ছবি : রয়টার্স

তাইওয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

খুব সকালে নিউ তাইপে সিটির ওই হাসপাতালের সাততলার একটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রোগী ও হাসপাতালের কর্মচারীসহ ১৬ জন দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর।

আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলন্ত একটি বিছানায় ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

জানা গেছে, আগুন লাগার পর ওয়েইফু হাসপাতাল থেকে রোগী ও কর্মচারী মিলিয়ে ৩৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, হাসপাতালের ওই ওয়ার্ডে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সরঞ্জাম নেই বলে জানিয়েছে পুলিশ।

২০১২ সালে তাইওয়ানের এক হাসপাতালে আগুনে ১২ জন রোগী নিহত ও ৬০ জন দগ্ধ হন।

Advertisement