বিশ্বজুড়ে বেড়েছে নারী কয়েদির সংখ্যা
বিশ্বজুড়ে কারাগারগুলোতে নারী কয়েদির সংখ্যা সাত লাখের বেশি। ২০০০ সালের তুলনায় এ সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। লন্ডনভিত্তিক ইনস্টিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে মাত্র যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া—এই তিন দেশের কারাগারগুলোতেই অর্ধেক নারী কয়েদির অবস্থান।
গবেষকরা বলেছেন, এই সমীক্ষার ফলে বিশ্বজুড়ে সব সরকারের উদ্বিগ্ন হওয়া উচিত।
ইনস্টিটিউটের সহপরিচালক ড. জেসিকা জ্যাকবসন বিবিসিকে বলেন, ‘নারী ও বালিকারা অত্যন্ত বিপন্ন ও অনগ্রসর গোষ্ঠী এবং তারা নিজেরাই অপরাধ ও হয়রানি শিকার হয়।’
২১৯টি দেশ ও স্বাধীন ভূখণ্ডের তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গবেষকরা ধারণা করছেন, বিশ্বজুড়ে মোট নারী কয়েদির সংখ্যা বেড়েছে।
সমীক্ষা থেকে জানা গেছে, আফ্রিকার দেশগুলোর কারাগারে নারী কয়েদির সংখ্যা সবচেয়ে কম। এ ছাড়া এল সালভাদর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় এই সংখ্যা বেড়েছে।