নিহত হাজিদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনের সময় পদদলিত হয়ে নিহতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। মদিনার আল নূর স্পেশালিস্ট হাসপাতালে এ নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
সৌদি হজ কার্যক্রম ও নিহতদের পুনর্বাসনের কাজ তদারকের জন্য গঠিত কমিটি জানিয়েছে, নিখোঁজ হাজিদের আপনজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। আল নূর স্পেশালিস্ট হাসপাতালের পরিচালক আয়মান ইয়ামানি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতালকে নিহত হাজিদের ঘনিষ্ঠজনদের ডিএনএ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত হলে ওই মৃতদেহ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে আল মোসেম ইমার্জেন্সি কমপ্লেক্সকে। এ জন্য নিহত হাজিদের ঘনিষ্ঠজন যদি সৌদি আরবে থেকে থাকেন, তাহলে তাঁদের এসব হাসপাতাল বা কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে যদি নিহত হাজিদের কোনো আত্মীয় সৌদি আরবে না থেকে থাকেন, তাহলে তাঁদের ডিএনএ পরীক্ষার ফল পাঠাতে বলা হয়েছে নিজ নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এ নিয়ে পরে দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইয়ামানি বলেন, ‘নিহত হাজিদের নিকটজন যেমন মা, বাবা, ভাই, বোন, ছেলে বা মেয়ের সঙ্গে সরাসরি যোগাযোগে বেশি আগ্রহী আমরা। ডিএনএ শনাক্ত করতে সেবা ও প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের কাছে আছে। হাসপাতালে গেলে তাদের সহায়তার জন্য আমাদের যথেষ্ট কর্মী আছেন। হাসপাতালে রয়েছে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি। দ্রুত সেখান থেকে রিপোর্ট দেওয়া হবে। দম্পতিদের ডিএনএ শনাক্তকরণে যে ল্যাবরেটরি ব্যবহার করা হয় আমরা সেই একই ল্যাবরেটরি ব্যবহার করছি। দ্রুততার সঙ্গে রিপোর্ট পাওয়া যায় এমন সরঞ্জাম আমরা সংগ্রহ করেছি।’