ইরানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫
ইরানের রাজধানী তেহরানের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৫ জন নিহত হয়। বিমানটিতে ১৬ জন আরোহী ছিল।
বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও বাসস এ সংক্রান্ত তথ্য দিয়েছে।
ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিকে বলেন, ‘বোয়িং ৭০৭ নামের এ কার্গো বিমান অবতরণকালে ছিটকে রানওয়ের বাইরে পড়ে যায়।’
রক্ষণশীল বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানায়, এটি একটি সামরিক কার্গো বিমান। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে মাংস পরিবহন করা হচ্ছিল। ফার্স জানিয়েছে, ওই ঘটনায় উড়োজাহাজটিতে থাকা একজন বেঁচে আছে।
আইআরআইবি জানায়, তেহরানের পূর্বে আলবোর্জ প্রদেশে ফাথ বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে পাইলট ভুল রানওয়ে নির্ধারণ করায় এ দুর্ঘটনা ঘটে।