কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান হলেন সোনিয়া
ভারতীয় জাতীয় কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। আজ শনিবার দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের এক বৈঠকে সোনিয়ার নাম চূড়ান্ত হয়। সোনিয়াই এখন ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন। আর এ নিয়েই রয়েছে যাবতীয় আলোচনা।
বৈঠকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় কমিটির নেতা হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন। দলের নির্বাচিত সংসদ সদস্যরা সে প্রস্তাবে সমর্থন দেন। সোনিয়া চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর পরই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
Congratulations to Smt Sonia Gandhi on being elected Leader of the Congress Parliamentary Party. Under her leadership, the Congress will prove to be a strong & effective opposition party, that will fight to defend the Constitution of India. pic.twitter.com/iUcdB51tHE
— Rahul Gandhi (@RahulGandhi) June 1, 2019
এখন দলের মধ্যে আলোচনা চলছে সংসদে কংগ্রেসের নেতা কে হবেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নাকি অন্য কেউ, তা নিয়ে। গত পাঁচ বছর এই দায়িত্ব সামলেছেন কর্ণাটকের প্রবীণ নেতা মল্লিকার্জুন খারগে। এবার তিনি নির্বাচনে জিততে পারেননি।
তবে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও ভারতীয় পার্লামেন্টে কংগ্রেসের বিরোধী দলীয় নেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে। যতগুলো আসন পেলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায়, তার চেয়ে কংগ্রেসের তিনটি আসন কম আছে। গতবার কংগ্রেসের সংসদ সদস্য ছিল ৪৪ জন। এবার আসন কিছুটা বেড়ে ৫২টি হলেও পরিস্থিতি প্রায় অপরিবর্তিতই থাকছে।
সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী কংগ্রেসকে ভোট দেওয়া ১২ কোটি ১৩ লাখ ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান সোনিয়া। নির্বাচনের সময় দিন-রাত যেভাবে মোদি সরকারের সমালোচনা করেছেন রাহুল এবং যেভাবে সমাজের সব মানুষের সমস্যা নিয়ে সরব ছিলেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন সোনিয়া।
পাশাপাশি লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান- এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পেছনে সভাপতি রাহুল গান্ধীর ভূমিকা ছিল বলে মনে করেন সোনিয়া গান্ধী।