‘ধর্ষকের’ জিহ্বা কেটে দিলেন নারী
রোগীর ছদ্মবেশ ধরে হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করতে গিয়ে নিজের জিহ্বা হারাল এক ধর্ষক। রাতে স্টাফ রুমে ঘুমন্ত ওই নারী চিকিৎসককে ধর্ষণ করতে যায় সেই কথিত ধর্ষক। তারপর চুমু খেতে গেলে কামড় দিয়ে ধর্ষকের জিহ্বা ছিঁড়ে নেয় ওই নারী চিকিৎসক।
সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ২৪ বছর বয়সী ওই নারী চিকিৎসক জানান, তাঁকে ধর্ষণ করার জন্য রোগীর ছদ্মবেশ ধরে পেলোনোমি টের্টিয়ারি হাসপাতালে ভর্তি হয় ওই কথিত ধর্ষক। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার পেলোনোমি শহরে ঘটেছে।
এই ঘটনার পর ওই শহরের সব হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন আর কেউ এমন অসৎ উদ্দেশ্য নিয়ে হাসপাতালে ভর্তি হতে না পারে।
কামড় দিয়ে কথিত ধর্ষকের জহবা ছিঁড়ে নেওয়ার কথা স্বীকার করেছেন সেই নারী। আর আশঙ্কাজনক অবস্থায় ৩২ বছর বয়সী কথিত ধর্ষককে শহরের ইউনিভার্সিটিস হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।