Beta

সৌদি আরব মাতাবেন পপ তারকা নিকি মিনাজ

০৩ জুলাই ২০১৯, ২১:২০

অনলাইন ডেস্ক

এবার দিন বদলের হাওয়া লেগেছে মুসলিমদের তীর্থস্থান সৌদি আরবে। ধর্মীয় রীতির প্রতি যত্নশীল এই দেশটির সাম্প্রতিক সময়ে রূপ পরিবর্তন হতে দেখছে বিশ্ববাসী। সৌদিতে বৈধতা পেয়েছে নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে যাওয়া এবং কনসার্ট দেখার। এ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হলেও প্রশংসার চোখে দেখেছেন অনেকে।

তবে এই দিন বদলের ধারায় এবার দেশটির জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক কনসার্ট। আর সেখানে প্রধান গায়িকা হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা নিকি মিনাজ। আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

সংবাদমাধ্যম গলফ নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, কনসার্টটিতে মদ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া নারীদের পরিধান করতে হবে আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক)।

তবে এ নিয়ে চটেছেন নারীদের একটা অংশ। তারা জানান, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। আর সেখানে উপস্থিত সৌদি নারীদের আবায়া পরতে বলা হয়েছে!

Advertisement