Beta

মাছখেকো গরুর ভিডিও ইন্টারনেটে ভাইরাল!

০৪ অক্টোবর ২০১৯, ২১:৪০

অনলাইন ডেস্ক

গরুর প্রধান খাবার সাধারণত ঘাস, খড়, ভুসি, খৈল ও ছাল হবার কথা। কিন্তু এসব খাবার বাদ দিয়ে গরু খায় মাছ! এমন আজব কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু ঘটনা সত্য।

ঘাস, খড়, ভুসি, খৈল ও ছাল খাওয়া বাদ দিয়ে মাছ খাচ্ছে গরু। সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি ককশিটে কিছু কাচা মাছ রাখা আছে। আর একের পর এক সেই মাছগুলো খেয়ে যাচ্ছে একটি গরু।

গরুটি কেন এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, এর কোনো সঠিক কারণ জানাতে পারেনি প্রাণী সম্পদ কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এইসময় তাদের ইউটিউবে গত ২৯ আগস্ট ভিডিওটি প্রকাশ করে। অবশ্য এর আগেই ভিডিওটি ভাইরাল হয়।

তবে কবে কখন কোথায় এই ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি সংবাদমাধ্যম এইসময়।

Advertisement