গরমে টিভি লাইভে জ্ঞান হারালেন সংবাদ উপস্থাপিকা
পশ্চিমবঙ্গে চলমান ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে টেলিভিশন চ্যানেল দূরদর্শনে সরাসরি সংবাদ পাঠের সময় উপস্থাপক লোপামুদ্রা সিনহা অজ্ঞান হয়ে পড়েন। লোপামুদ্রা দূরদর্শনের পশ্চিমবঙ্গ শাখায় কাজ করেন। তিনি পরে নিজের ফেসবুক আকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ওই ঘটনা এবং শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ভিডিওতে লোপামুদ্রা বলেন, ‘লাইভ নিউজের সময়, আমার বিপি (রক্তচাপ) মারাত্মকভাবে কমে গিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। খবর পড়ার সময় আমি বেশ কিছুক্ষণ ধরে অসুস্থ বোধ করছিলাম; আমি ভেবেছিলাম পানি পান করলে তা ঠিক হয়ে যাবে। আমি কখনো পানি নিয়ে খবর পড়তে বসি না। সেটা ১০ মিনিটের খবর হোক বা আধঘণ্টার, পানির প্রয়োজন হয় না। কিন্তু গতকাল আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। কিন্তু ওই সময় জেনারেল নিউজ চলছিল এবং কোনো বাইট ছিল না। ফলে আমি পানি পান করতে পারিনি। অবশেষে, একটি বাইট আসে এবং পানি পান করি।’
লোপামুদ্রা আরও বলেন, ‘আমি ভেবেছিলাম বাকি চারটি খবরও শেষ করতে পারব। আমি কোনোভাবে দুটি শেষ করি, তিন নম্বর ছিল তাপপ্রবাহের খবর। পড়তে পড়তে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ি। তবুও আমি ভেবেছিলাম শেষ করতে পারব এবং নিজেকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু তা পারিনি। সেই খবরের সময় আমি আর দেখতে পেলাম না। টেলিপ্রম্পটারটি আবছা হয়ে গেল এবং আমি ব্ল্যাক আউট হয়ে গেলাম।’
রাজ্যটির পশ্চিম বর্ধমান জেলার পানাগড় রাজ্যের ওইদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। এ ছাড়া সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপপ্রবাহের মুখোমুখি হবে।