অভিজিৎ হত্যার তীব্র নিন্দা মমতার
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মমতা অভিজিতের শোক-সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন বলে বার্তা সংস্থা ইউএনবি জানায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনো শব্দই এ বীভৎস হত্যাকাণ্ডের নিন্দা জানানোর জন্য যথেষ্ট নয়।... আমরা মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি।’
গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক লেখক অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। হাসপাতালে নেওয়ার পথে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে মারা যান অভিজিৎ।
পরদিন ২৭ ফেব্রুয়ারি এই হত্যার তদন্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে এফবিআই। এ জন্য তদন্ত সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও অভিজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।