আইএসের ওয়েবসাইট হ্যাক করে ভায়াগ্রার বিজ্ঞাপন!
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে যুদ্ধে নেমেছে হ্যাকার গোষ্ঠী ‘অ্যানোনিমাস’। এরই মধ্যে শুরু হয়ে গেছে সাইবার যুদ্ধ। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আইএসের ওয়েবসাইট এবং এর সহযোগী অন্যান্য সংগঠনগুলোর ওয়েবসাইট হ্যাক করে তাতে ‘অনেক হয়েছে’ এবং ‘শান্ত হও’ লিখে দিয়েছে। এ ছাড়া আইএসের ওয়েবসাইটে স্নায়ুউত্তেজক ওষুধ ভায়াগ্রার একটি বিজ্ঞাপন সেঁটে দিয়েছে হ্যাকাররা।
‘গোস্ট সেক্টর’ নামের একটি হ্যাকার গ্রুপ আইএসের ওয়েবসাইটি হ্যাক করার দাবি করেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টকে বলেন, এই উগ্রপন্থীদের শান্ত হওয়া প্রয়োজন। তাই তাদের ‘শান্ত হওয়ার ওষুধ’ পরামর্শ দেওয়া হয়েছে!
একজন প্রযুক্তি বিশেষজ্ঞের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানায়, আইএস সংশ্লিষ্ট সব ওয়েবসাইটকেই ‘ডার্ক ওয়েবে’ নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হ্যাকিং গ্রুপ ‘গোস্ট সেক্টর’ ওই ওয়েবসাইটটিকে হ্যাক করে তাতে আইএসের জন্য বার্তা পাঠিয়ে দিয়েছে।
এদিকে গোস্ট সেক্টরের এক সদস্য দাবি করেছেন তাঁরা আইএসের ওয়েবসাইট হ্যাক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করে ফেলেছেন। সংগ্রহ করেছেন সংগঠনটির সাথে সংশ্লিষ্ট অনেক নাম, ঠিকানা ও ফোন নম্বর। এসব ব্যক্তি আইএসের জন্য সদস্য ও অর্থ সংগ্রহ করতেন। যাঁদের নাম, ঠিকানা ও ফোন নম্বর পাওয়া গেছে তাঁদের বেশির ভাগই আফগানিস্তান, তিউনেশিয়া ও সোমালিয়ার নাগরিক। গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি তাঁরা এমন লোকের অ্যাকাউন্টও হ্যাক করেছে যাঁরা আইএসের উচ্চপদস্থ এবং বসবাস করছেন ইউরোপে। তবে এখনো ওই সব ব্যক্তির কোনো ঠিকানা প্রকাশ করেনি অ্যানোনিমাস কিংবা গোস্ট সেক্টর।
উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২৯ জন নিহত হওয়ার পর আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস।