আম আদমির কর্মীরা বহিরাগত : বিজেপি
দিল্লিতে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির (এএপি) কর্মীরা বাংলাদেশ ও পাকিস্তানের বলে দাবি করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আজ শনিবার বিজেপি সরকারের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামানের মন্তব্যের বরাত দিয়ে আইবিএন লাইভের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সীতারামান বলেন, এএপির ওয়েবসাইটে দেখা যায়, সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বাংলাদেশ ও পাকিস্তানের কাছাকাছি এলাকার।
এর আগে গত বৃহস্পতিবার এএপির প্রতি পাঁচটি প্রশ্ন ছুড়ে গিয়েছিলেন সীতারামান। তিনি জিজ্ঞেস করেন, কেন এএপি জাতীয়তাবিরোধী শক্তির সাহায্য নিচ্ছে? তাদের নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশনের কাছে প্রকাশ করেনি? সাজিয়া ইলমির মতো নারীনেত্রীরা কেন দল ছাড়ছেন? নির্লজ্জভাবে বিধি ভেঙে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কেন সম্মান দেখাচ্ছে না? ভারতের উত্তরখণ্ডে বিজেপি সরকারের মডেলের প্রশংসার পরও কেন এএপি দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান দিল্লি লোকযুক্তাকে শক্তিশালী করেনি?
এর আগে গত বৃহস্পতিবারও এএপির প্রতি এ ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী সীতারামান ও মানবসম্পদ উন্নয়মন্ত্রী রাজিব প্রতাপ রুডি। ওই পাঁচ প্রশ্ন ছিল, ক্ষমতায় যেতে এএপি কেন আপস করল? কংগ্রেসদলীয় দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কোথায় গেছে? সাধারণ মানুষের ভোট পেয়ে দলটি কেন বিলাসবহুল গাড়ি ব্যবহার করেছে? কেজরিওয়াল কেন বিমানের দামি আসনে (বিজনেস ক্লাস) ভ্রমণ করেছেন? তাহলে ভিআইপিদের সুবিধা নেবে না বলে এএপির দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেছে?