কাটছে না ধোঁয়াশা, বেইজিংয়ে আবার রেড অ্যালার্ট
তীব্র শীতে কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে চীনের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ধোঁয়াশা। এতে দেশটিতে বায়ুদূষণ বেড়ে গেছে ভয়াবহভাবে। উদ্ভূত পরিস্থিতেতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনের রাজধানী বেইজিংয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত ধোঁয়াশায় আচ্ছন্ন থাকবে চীন। আগাম সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এতে গাড়ি চলাচল সীমিত করাসহ কিছু কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ধোঁয়াশায় চীনের মধ্যাঞ্চল জিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন পর্যন্ত এলাকা আচ্ছন্ন থাকবে।
চীনে শীত এলেই ধোঁয়াশার সমস্যা বাড়ে। এ সময়ে কারখানা ও বাড়িঘর গরম রাখতে অতিরিক্ত কয়লা পোড়ানো হয়। আর সেই কয়লার ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে তৈরি করে ধোঁয়াশা। এতে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছায়।
ধোঁয়াশা সমস্যা থেকে নাগরিকদের বাঁচাতে চার স্তরের সতর্কবার্তা চালু করেছে চীন। চলতি মাসেই সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা দেওয়া হলো।