একশিরা রোগ ছিল হিটলারের!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/20/photo-1450590944.jpg)
জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারকে নিয়ে জনপ্রিয় একটি ব্রিটিশ গান আছে। একই গানে হিটলারের প্রধান সহযোগী গোয়েবলস, নাৎসি বাহিনীর কমান্ডার হেনরিক হিমলারকেও কটাক্ষ করা হয়েছে। গানের কথাগুলো অনেকটা এ রকম, ‘হিটলার হ্যাজ অনলি গট ওয়ান বল, গোরিং হ্যাজ টু বাট ভেরি স্মল, হিমলার হ্যাজ সামথিং সিমিলার, বাট পুওর ওলড গোয়েবলস হ্যাজ নো বলস অ্যাট অল।’
লাইনগুলোর বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘হিটলারের একটি মাত্র বল আছে। গোরিংয়ের দুটি থাকলেও তা খুবই ছোট। হিমলারেরও প্রায় একইরকম কিন্তু বৃদ্ধ গোয়েবলসের তো কোনো বলই নেই।’
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, হিটলারকে ব্যঙ্গ করে লেখা সেই গানটির কথাই সম্ভবত সত্যি হয়েছে। কারণ চিকিৎসকরা বলছেন, জার্মান এই একনায়কের একটি মাত্র অণ্ডকোষ ছিল। অর্থাৎ একশিরা রোগে ভুগছিলেন অ্যাডলফ হিটলার।
প্রথম বিশ্বযুদ্ধে হিটলার তাঁর একটি অণ্ডকোষ হারান বলে গুজব ওঠে। সেই গুজব থেকেই মূলত এই গানের সূত্রপাত।
হিটলারের স্বাস্থ্যসংক্রান্ত কিছু প্রতিবেদন বিশ্লেষণ করে সম্প্রতি চিকিৎসকরা বলছেন, গুজবটিই সত্যি। ১৯২৩ সালে মিউনিখ বিয়ার হল অভ্যুত্থানের পর যখন হিটলারকে কারাবন্দি করা হয়, তখন তাঁর কিছু চিকিৎসা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, হিটলার ‘ডান পাশের ক্রিপটোরকিডিজম’ সমস্যায় ভুগছেন। এই সমস্যা একশিরা রোগ সম্পর্কিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হিটলারকে দেওয়া চিকিৎসকদের ব্যবস্থাপত্র হারিয়ে গেছে বলে ধারণা করা হলেও ২০১০ সালে এক নিলামে বেরিয়ে আসে একটি চিঠি। আর সেখানকার লেখা দেখে যেকোনো অভিজ্ঞ চিকিৎসক বুঝতে পারবেন, হিটলারের আসলেই একশিরা সমস্যা ছিল।