ব্রুনেইয়ের পর সোমালিয়ায় বড়দিনের উৎসব নিষিদ্ধ
ব্রুনেইয়ের পর এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সোমালিয়ায় বড়দিনের উৎসব নিষিদ্ধ করা হলো। বড়দিনের উৎসবের পাশাপাশি ইংরেজি নববর্ষ উদযাপনও নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
মঙ্গলবার সোমালিয়ার ধর্ম মন্ত্রণালয়ের মহাপরিচালক শেখ মোহামেদ খায়রু সাংবাদিকদের বলেন, ‘বড়দিন ও ইংরেজি নববর্ষ সম্পর্কিত সব ধরনের উৎসব ইসলামী সংস্কৃতির বিরোধী। এগুলো মুসলমানদের ধর্মীয় বিশ্বাস বিনষ্ট করতে পারে।’ তিনি জানান, নিরাপত্তা বাহিনীকে এ ধরনের উৎসবের আয়োজনকে ভণ্ডুল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আদৌ এ ধরনের কর্মকাণ্ড হওয়া উচিত নয়।’
সোমালিয়ার সর্বোচ্চ ধর্মীয় পরিষদের প্রধান শেখ বারুদ গুরহান আশঙ্কা প্রকাশ করেন, অমুসলিমদের এসব উৎসবের কারণে জঙ্গি সংগঠন আল শাবাব, পূর্ব আফ্রিকার আল-কায়েদা শাখার ক্রোধ বেড়ে যেতে পারে। আল-কায়েদার সদর দপ্তর সোমালিয়ায়।
গুরহান বলেন, ‘আমাদের ধর্মীয় নীতির সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন উৎসব উদযাপনের বিরুদ্ধে আমরা সতর্ক করেছি। এই ধরনের উৎসব আল শাবাবকে হামলায় উৎসাহিত করতে পারে।’
এএফপির বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত বছর বড়দিনে মোগাদিসু বিমানবন্দরে আল শাবাব জঙ্গিদের হামলায় ১২ জন নিহত হয়। ব্রুনাইয়ের পর সোমালিয়াই হচ্ছে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে বড়দিন উৎসব নিষিদ্ধ করা হলো। ২০১৩ সালেও সোমালিয়ায় এ ধরনের উৎসব নিষিদ্ধ করা হয়।