নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫১
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে তিনটি বোমা হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। জানুয়ারির শেষের দিকে এই শহরের নিয়ন্ত্রণ নিতে জঙ্গি সংগঠন বোকো হারাম ব্যর্থ হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শনিবার একটি বাজারে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী বাবন মুসা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মাইদুগুরির মাছের বাজারে সকালে প্রথম বিস্ফোরণ হয়। এরপর এই বাজারের কাছে পোস্ট অফিস এলাকায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এই দুটি বিস্ফোরণের কয়েক মুহূর্ত পর কাছাকাছি জায়গায় আরেকটি বিস্ফোরণ হয়।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় আল-জাজিরার প্রতিবেদক আহমেদ ইদ্রিস জানান, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, মাছের বাজারে হামলায় ১৫ জন নিহত হয়েছেন।
সিভিলিয়ান টাস্কফোর্সের (বিশেষ বাহিনী) সদস্য সালিসু ইয়াইয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বোমা বিস্ফোরণে হতাহতদের পাঁচটি অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে সরানো হয়। সেনারা ফাঁকা গুলি ছুড়ে বাজার এলাকা থেকে সবাইকে সরিয়ে দেন।