ইরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন
সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের জেরে ইরানে সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির রাজধানী তেহরানে এই ঘটনা ঘটে।
ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, গতকাল থেকেই তেহরানের সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল শিয়া বিক্ষোভকারীরা। আজ সকালে হঠাৎ করেই বিক্ষোভকারীরা দূতাবাসের সামনের নিরাপত্তা বেস্টনি ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
ইরানের আইএসএনএ সংবাদ সংস্থার বরাতে রয়টার্স আরো জানায়, ক্ষুব্ধ বিক্ষোভকারীদের হামলায় এসময় তিনজন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া আগুন লাগানোর পরই দেশটির পুলিশ প্রধান জেনারেল হোসেইন সাজেদিনিয়া ঘটনাস্থলে ছুটে গেছেন। এ ছাড়া বিকেলে উরানের উচ্চপর্যায়ের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা সৌদি দূতাবাসে যান।
এর আগে গত শনিবার সৌদি আরব ৪৭ জন বন্দীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছে যার মধ্যে ছিলেন ২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সরকারবিরোধী আন্দোলনের শিয়া নেতা নিমর আল নিমর। প্রভাবশালী এই শিয়া নেতার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পর পরই আরব বিশ্বের অনেক দেশসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সৌদি আরবের এই দণ্ডাদেশ কার্যকরের নিন্দা জানায়।
আরব বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের জেরে সুন্নি-শিয়া দ্বন্দ্ব বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে সম্পর্ক আরো অবনতির দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।