ভারতের পার্লামেন্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুন
ভারতের পার্লামেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার স্থানীয় সময় বেলা ২টা ২১ মিনিটে আগুন লাগে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাইরে থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ কথা জানিয়েছে।
আজ ভারতের স্থানীয় সময় বিকেল ৪টায় সংসদ ভবনের লাল বেলেপাথরের সীমানাপ্রাচীরের ওপাশে ধোঁয়ার উদগিরণ দেখা যাচ্ছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। আগুন দেখতে ভিড় জমানো মানুষকে আশপাশের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।
সংসদ ভবনের সীমানার ভেতরের একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের পাওয়ার প্লান্ট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে মূল সংসদ ভবন ক্ষতিগ্রস্ত হয়নি।
গরমের শুরুতেই ভারতের সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সদস্যরা পাওয়ার প্লান্টে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সে সময়ই একটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনিডিটিভি।
অন্তত ১০ অগ্নিনির্বাপক প্রকৌশলী এবং ৩০ জন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক এ কে শর্মা এনডিটিভিকে বলেন, আনুমানিক দুপুর ২টা ২১ মিনিটের দিকে আগুন লাগে এবং ২টা ৩৮ মিনিটে তা নজরে আসে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাণহানি এড়াতে ভবনের এলাকা থেকে কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়। তবে ওই এলাকায় ঠিক কতজন মানুষ উপস্থিত ছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি এ কে শর্মা।
এর আগে গত ১৯ মার্চ পার্লামেন্ট ভবনের পাঁচ নম্বর ফটকের একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের তারে ছোটখাটো আগুন লাগার ঘটনা ঘটে।