ভারতে সংশোধনকেন্দ্র ভেঙে পালিয়েছে ৯১ কিশোর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/02/photo-1422876976.jpg)
ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি সংশোধন কেন্দ্র থেকে ৯১ কিশোর পালিয়ে গেছে। আজ সোমবার তারা কেন্দ্রের জানালা ভেঙে বিছানার চাদর দিয়ে দেয়াল বেয়ে পালিয়ে যায়। পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ বলেন, গতকাল সারা রাতে কয়েকজন খুনের আসামিসহ ৯১ কিশোর পালিয়ে যায়। এর মধ্যে ৩৫ জনকে আবার আটক করা হয়েছে।
প্রকাশ বার্তা সংস্থা এএফপিকে জানান, পুলিশ যখন কারাগারের সামনে প্রহরা দিচ্ছিল তখন তারা তিন তলা ভবনের পিছনের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। পলাতকদের মধ্যে হত্যা, ধর্ষণ, চুরি ও ডাকাতির দায়ে দণ্ডিত আসামি রয়েছে। এদের সবার বয়স ১৮ বছরের নিচে। গত রোবরাত রাত ১ থেকে ৩ টার মধ্যে পালিয়ে যাওয়ার পর কারাগারের কাছে সরকারি গাড়ি থামানোর চেষ্টাকালে টহলরত কর্মকর্তারা তাদের দেখতে পায়।
গত ডিসেম্বরে আদালতে বিচার চলাকালে এক নারীর সঙ্গে অসদাচারণ করার কারণে এক পুলিশকে এই বন্দীরা পিটিয়ে হত্যা করেছিল। ভারতে কিশোর সংশোধন কেন্দ্রগুলোতে ৩১ হাজার বন্দি রয়েছে।