ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সমাবেশে হামলা, আটক ২০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/29/photo-1461930614.jpg)
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের প্রচারসভায় আবারও হামলা-হট্টগোলের ঘটনা ঘটেছে। শিকাগো, ওহাইও এবং মিসৌরির পর এবার ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সভায় শুক্রবার হামলা করেছে ডেমোক্রেট দলের সমর্থকরা।
বিবিসির সংবাদ অনুযায়ী এ সময় তারা একটি পুলিশের গাড়িও ভাঙচুর করে।পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ২০ জনকে আটক করেছে।
এদিকে বিভিন্ন সভায় সহিংস গোলযোগের জন্য ট্রাম্পের উত্তেজক বক্তব্যকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এর আগে সমাজে উত্তেজনা তৈরি করতে পারে এমন কোনো কাজ না করতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের সতর্ক করে দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিন্তু সর্বশেষ ট্রাম্পের পররাষ্ট্রনীতি ঘোষণার পর দেশটির অভিবাসীরা তাঁর ওপর প্রচণ্ড চটে যায়।
বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ায় বেশির ভাগ অভিবাসীই লাতিন আমেরিকান। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এসব অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এ কারণে রাজ্যটির কস্তা মেসা শহরে তার নির্বাচনী সভায় হামলা চালায় তারা।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছর প্রার্থিতার লড়াই শুরু হয়েছে গত ১ ফেব্রুয়ারি, শেষ হওয়ার কথা আগামী ১৪ জুন। আর চলতি বছর ৮ নভেম্বর ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মার্কিনিরা।