মিসরে আল-জাজিরার ২ সাংবাদিকের মৃত্যুদণ্ডাদেশ
মিসরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার দুই সাংবাদিকসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত আজ শনিবার গুপ্তচরবৃত্তির অভিযোগে এই ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়। তবে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আসামিরা।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মিসরের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য কাতারের কাছে বিক্রি করে দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। এ মামলার আরেক গুরুত্বপূর্ণ আসামি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
মিসরের অভিযোগ, মোহাম্মদ মুরসির সরকারের সঙ্গে আল-জাজিরার আঁতাত ছিল। তবে আল-জাজিরা তাদের সেই অভিযোগ অস্বীকার করেছে।
আদালতের এ রায়ের ব্যাপারে আগামী জুনে মিসরের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা (গ্র্যান্ড মুফতি) মতামত দেবেন বলে রয়টার্সের খবরে জানানো হয়। খবর অনুযায়ী, গ্র্যান্ড মুফতিই এ দণ্ডাদেশ বাস্তবায়ন অথবা শাস্তি কমানোর জন্য মতামত দেবেন। তবে আদালত মুফতির মতামত বিবেচনা নাও করতে পারেন বলে খবরে জানানো হয়।