রাশিয়ায় ঝড়ে ১৪ শিশু নিহত

রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর কারেলিয়ার সিয়ামোজেরো হ্রদে ঝড়ে নৌকাডুবির ঘটনায় ১৪ শিশু নিহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, শিশুরা মস্কো থেকে ছুটি কাটাতে ওই হ্রদে গিয়েছিল। দুর্ঘটনার শিকার আরো ৩৭ জন সাঁতরে তীরে উঠে গেছে।
মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন ঘটনাস্থলে চিকিৎসক ও মনোবিজ্ঞানী পাঠিয়েছেন। টুইটারে মেয়র বলেন, ‘কারেলিয়ায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা রইল।’
এ ঘটনায় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, রোববার তারা একটি সতর্কবার্তা পায় যে ৪৭ শিশু ও চারজন প্রাপ্তবয়স্ক লোক সিয়ামোজেরো হ্রদ থেকে নিখোঁজ হয়ে গেছে। এর পর জরুরি বিভাগ থেকে ঘ্টনাস্থলে নৌযান ও হেলিকপ্টার পাঠানো হয়।
রোববার রাতে তদন্ত দল জানায়, নিহতদের সবাই শিশু। এর আগে বলা হয়েছিল, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক রয়েছে।
ছুটিতে নৌকা ভ্রমণে যাওয়া ওই শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। হ্রদের পাশে তারা একটি সামার ক্যাম্পে অবস্থান করছিল। শনিবার ঝড়ের সময় হ্রদে ৪৯ থেকে ৫১ জন নৌকা ভ্রমণ করছিল।