বাহরাইনে সশস্ত্র আন্দোলনের আশঙ্কা ইরানি জেনারেলের

বাহরাইনে সশস্ত্র আন্দোলন হতে পারে বলে জানিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল কাশেম সোলায়মানি। সুন্নি রাজবংশশাসিত দেশটির সরকার সেখানকার শীর্ষ শিয়া নেতার নাগরিকত্ব বাতিলের পরিপ্রেক্ষিতে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
বিবিসি জানায়, ধর্মীয় দিক থেকে আয়াতুল্লাহ পর্যায়ের শীর্ষ শিয়া নেতা শেখ ইসা কাশিম তাঁর ক্ষমতা ব্যবহার করে বিদেশি স্বার্থ রক্ষা করছিলেন বলে দাবি বাহরাইনের। আর এ অভিযোগেই গতকাল সোমবার দেশটি তাঁর নাগরিকত্ব বাতিল করে।
ইরানের সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল কাশেম সোলায়মানি বলেন, শেখ ইসা কাশিমের নাগরিকত্ব বাতিলের ঘটনায় এ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে সৃষ্টি হবে বিভাজন ও সহিংসতা। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাইরানের পদক্ষেপের নিন্দা জানানো হয়।
বিবিসি জানায়, গতকাল সোমবার কয়েক হাজার বিক্ষোভকারী শেখ ইসা কাশিমের বাড়ির কাছে জড়ো হয়। বিক্ষোভকারীরা বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেকোনো ধরনের বিক্ষোভ বন্ধের কথা বলা হয়েছে।
বাহরাইনের সরকারের পক্ষ থেকে বলা হয়, শিয়াদের অধিকার বাড়ানো এবং রাজনৈতিক অধিকার নিশ্চিতের আন্দোলনে সমর্থন দেন শেখ ইসা কাশিম। তিনি রাজবংশের শত্রু বলে পরিচিত বিভিন্ন সংগঠন ও দলের সঙ্গে সম্পর্ক রেখেছেন বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাহরাইনের পদক্ষেপে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এর আগে বাহরাইনের শিয়াদের সংগঠন ডব্লিউএনআইএসকে নিষিদ্ধ করা হয় এবং এর সম্পদ জব্দ করা হয়। সংগঠনটির নেতাদের কারাদণ্ড দেওয়া হয়।