হিলারিকে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/03/photo-1467520338.jpg)
চলতি বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনকে প্রাইভেট ই-মেইল সার্ভার ব্যবহার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এফবিআইর জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন হিলারির এক মুখপাত্র।
ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিজের ব্যক্তিগত ই-মেইল সার্ভার থেকে হিলারি ক্লিনটন গুরুত্বপূর্ণ ই-মেইল পাঠিয়েছেন বলে অভিযোগ ওঠে। ই-মেইল কেলেঙ্কারি নিয়ে হিলারিকে নতুন করে এফবিআইর জিজ্ঞাসাবাদ বিষয়টি আবার উসকে দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি হিলারি ক্লিনটনের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হিলারি ক্লিনটনের মুখপাত্র নিক মেরিল বলেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংন ডিসিতে এফবিআইর সদর দপ্তরে টানা সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিক মেরিল আরো বলেন, হিলারি ক্লিনটন স্বপ্রণোদিত হয়ে এই এফবিআইর সঙ্গে কথা বলেন এবং ই-মেইল জটিলতা বিষয়ে দ্রুত ইতি টানতে চান তিনি। মেরিল জানান, তদন্তের স্বার্থে হিলারি ক্লিনটন এফবিআইর জিজ্ঞাসাবাদ সম্পর্কে কোনো মন্তব্য করবেন না।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ হিলারির ই-মেইল কেলেঙ্কারি বিষয়টি তদন্তে অনীহা প্রকাশ করেন। এ বিষয়ে তদন্তের বিষয়টি তিনি এফবিআইর ওপর ছেড়ে দেন। লিঞ্চের ঘোষণার মাত্র একদিন পরই হিলারিকে জিজ্ঞাসাবাদ করল এফবিআই।
জানা গেছে, হিলারি ক্লিনটনের ই-মেইল সার্ভার তাঁর নিউইয়র্কের বাড়িতেই বসানো হয়। হিলারির ব্যক্তিগত ই-মেইল থেকে যোগাযোগের বিষয়টি প্রকাশের পর থেকেই তা মার্কিনিদের কাছে সমালোচিত হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় তিনি হুমকির মুখে ফেলেছেন বলে অভিযোগ ওঠে। রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প হিলারির ব্যাপক সমালোচনা করেন।