পাকিস্তানে জঙ্গিদের গুলিতে ২০ শ্রমিক নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরের কাছাকাছি গোগদান এলাকায় জঙ্গিদের গুলিতে ২০ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইমরান কোরেশির বরাত দিয়ে দ্য ডন-এর খবরে বলা হয়, সিন্ধু প্রদেশের ওই শ্রমিকরা স্থানীয় একটি সেতু নির্মাণের কাজ করছিলেন। সকালে ঘুমন্ত অবস্থায় তাঁদের ওপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। এ ঘটনায় আহত শ্রমিকদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।
ইমরান কোরেশি বলেন, জঙ্গিদের গুলি চালানোর ঘটনাটি বাছাই করে হত্যার অংশ বলে মনে হচ্ছে। হতাহত প্রত্যেকের গায়ে একাধিক গুলি রয়েছে। তিনি জানান, এলাকাটি বেলুচিস্তানের আধা-সামরিক বাহিনী লেভি নিয়ন্ত্রিত। হামলা প্রতিরোধ না করায় লেভির কোনো সদস্যই আহত হয়নি।
জঙ্গি হামলায় শ্রমিক নিহত হওয়ার পর তুরবাত এলাকায় ছুটে গেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. আবদুল মালিক। সেখানে তিনি উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসবেন। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।