রিপাবলিকান সম্মেলনের জন্য ট্রাম্পের পরিকল্পনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467703545.jpg)
রিপাবলিকান সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি তারকা বন্ধুদের হাজির করার পরিকল্পনা নিয়েছেন দলটি থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসে অনুষ্ঠেয় এই সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা। তাই ট্রাম্পের ভরসা এখন তারকা বন্ধুরা।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন আগেই জোগাড় করেছেন। তবে রিপাবলিকান দলের অনেক শীর্ষ নেতাই ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার বিরোধী। কিন্তু সমর্থনের দিকে এগিয়ে থাকায় ওই নেতাদের প্রতিবাদ সত্ত্বেও মনোনয়ন পেতে পারেন ট্রাম্প। সম্মেলনে শীর্ষ নেতাদের অভাবকে তারকা বন্ধুদের মাধ্যমে পূরণ করতে চাইছেন ট্রাম্প।
১৮ থেকে ২১ জুলাই ক্লিভল্যান্ডে অনুষ্ঠেয় রিপাবলিকান দলের সম্মেলনেই নিশ্চিত হবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন। এই সম্মেলনে হাজির হবেন মুষ্টিযুদ্ধের বিখ্যাত সংগঠক ডন কিং, নিউ ইংল্যান্ড দলের খেলোয়াড টম ব্রান্ডি, বিখ্যাত ফুটবল কোচ ববি নাইট।
ক্লিভল্যান্ডেরই বাসিন্দা ডন কিং বার্তা সংস্থা এপিকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নে তিনি অবশ্যই হাজির হবেন। তিনিই আগামী প্রেসিডেন্ট হবেন বলে দাবি করেন ডন কিং।
তবে সবাই ডন কিংয়ের মতো নন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকন নেতা জর্জ বুশ, জর্জ ডব্লিউ বুশ সম্মেলনে থাকছেন না বলে জানিয়েছেন। একই পরিবারের অপর সদস্য জেব বুশও সম্মেলনে অংশ নিচ্ছেন না, যিনি রিপাবলিন দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। অপর ছিটকে পড়া মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচও সম্মেলনে থাকছেন না। এ ছাড়া ২০১২ সালের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ও রিপাবলিকান নেতা মিট রমনিও দলের সম্মেলন বয়কট করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান হাউসের সাবেক স্পিকার নিউট গ্রিংগ্রিচ বলেন, তারকাদের আমন্ত্রণ জানানো ট্রাম্পের প্রচারণায় জন্য ভালো পদক্ষেপ। মার্কিনিদের কাছে এর মাধ্যমে নিজেকে আকর্ষণীয় তুলতে পারলে রাজনীতিবিদদেরও পরাস্ত করতে পারবেন তিনি।
তবে মিট রমনি সম্মেলনে তারকার উপস্থিতি প্রসঙ্গে ভিন্ন কথা জানান। তিনি বলেন, ২০১২ তাঁর নির্বাচনী প্রচারণা চলাকালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ক্লিন্ট ইস্টউড বক্তৃতা দেন। ওই বক্তৃতার কারণে প্রচারণা ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন মিট রমনি।