ইরাকে পৃথক গাড়িবোমা হামলায় নিহত ৩০
ইরাকে পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী বাগদাদ এবং এর আশপাশের এলাকায় এসব হামলা হয়।
আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল কয়েকটি বিস্ফোরণের ঘটনায় বাগদাদে কমপক্ষে ২৭ জন নিহত হয়। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় বাগদাদের পূর্বে শিয়া অধ্যুষিত এলাকায়। কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।
ইরাকনিয়ন্ত্রিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলের আনকাওয়া শহরে মার্কিন কনস্যুলেটের পাশেও গতকাল একটি গাড়িবোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র ওই হামলার নিন্দা জানিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা বলেছেন, হামলায় কনস্যুলেটের কেউ-ই আহত হননি।