Beta

ইথিওপিয়ার খ্রিস্টান হত্যার নতুন ভিডিও ছাড়ল আইএস

২০ এপ্রিল ২০১৫, ১০:১৯

অনলাইন ডেস্ক

ইথিওপিয়ার খ্রিস্টানদের হত্যার নতুন একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে ৩০ জন খ্রিস্টানকে হত্যার দাবি করেছে সংগঠনটি।

বিবিসির খবরে বলা হয়, নতুন ফুটেজের একাংশে দেখা যায়, সমুদ্রসৈকতে একদল লোককে শিরশ্ছেদ করা হচ্ছে। আরেক অংশে দেখা যায়, মরুভূমিতে দাঁড় করিয়ে কিছু লোকের মাথায় গুলি করা হচ্ছে।

আইএসের হাতে নিহত হওয়া ওই লোকগুলো ইথিওপিয়ার একটি গির্জার বলে ধারণা করা হচ্ছে, যাঁদের লিবিয়ায় জিম্মি করেছিল আইএস সমর্থক জঙ্গিরা।

নতুন এই ভিডিওর সঙ্গে ফেব্রুয়ারিতে প্রকাশিত ফুটেজের মিল পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা গিয়েছিল, ২১ জন মিসরীয় খ্রিস্টানকে শিরশ্ছেদ করেছে আইএস।

সর্বশেষ ভিডিওটি ২৯ মিনিটের। এতে আইএসের লোগো আছে। কিন্তু ভিডিওটির সত্যতা নিশ্চিত করেনি কোনো পক্ষই।

Advertisement