মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালা কুবু বারুর উলু ইয়ামের বাতু-২৯ শিল্পাঞ্চলের এক ইস্পাত কারখানায় দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুয়ালালামপুর সিটি ফায়ার এবং রেসকিউ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রোশদি সাফি বলেন, বুধবার সকালে শিল্পাঞ্চলে ইস্পাতের গার্ডার জোড়া দেওয়ার কাজ করছিলেন বাংলাদেশি ওয়েল্ডিং শ্রমিক শাহদাত কবির (২৯)। এ সময় ১০ মিটার দীর্ঘ একটি ইস্পাতের খণ্ড হঠাৎ করে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পাশে থাকা অপর দুই সহকর্মী সামান্য আহত হলে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে থাকা অন্য বাংলাদেশি কর্মীরা জানান, দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নয় কর্মী ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা শাহদাত কবিরকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য নিহত শ্রমিকের মরদেহ কুয়ালা কুবু বারু হাসপাতাল মর্গে পাঠান।