মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ২৫ রোহিঙ্গা নিহত
মিয়ারমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে ২৫ জন রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল রোববার রোহিঙ্গা-অধ্যুষিত অভিযান চালানোর সময় তাদের গুলি করা হয়।
সেনাবাহিনী জানায়, নিহতদের সবার কাছে চাপাতি ও লাঠি ছিল।
এ ছাড়া গত শনিবার রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে দুই সেনাসদস্যসহ আটজন নিহতের খবর জানানো হয়।
সেনাবাহিনী জানায়, সশস্ত্র জঙ্গিদের লক্ষ্য করে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালায় তারা।
সামাজিক যোগাগযোগমাধ্যমে প্রকাশিত স্থির ও ভিডিওচিত্রে দেখা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
সপ্তাহজুড়ে শত শত গ্রামবাসী ভিটেমাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, রাখাইন রাজ্যে স্বাধীন কোনো গণমাধ্যম নেই। ফলে সেনাবাহিনীর হিসাব অবশ্যই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে। এ ছাড়া রোহিঙ্গারা নিজেদের বাসস্থানও পুড়িয়ে দিচ্ছে, আন্তর্জাতিকভাবে বাস্তুহীন হওয়ার জন্য।
রাখাইন রাজ্যের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। দেশটির নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নিয়ন্ত্রণে নেই।
তবে এ বিষয়ে লক্ষণীয়ভাবে সু চি নিশ্চুপ রয়েছেন। কূটনীতিকরা রাখাইন রাজ্যের ঘটনায় স্বতন্ত্র তদন্তের দাবি জানালে সু চি তা নাকচ করেন।