মিয়ানমারে মাঝারি মাত্রার ভূমিকম্প
মিয়ানমারের উত্তরাঞ্চলে মিতকিনা এলাকায় ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে ৪.৯ মাত্রার এ ভূমিকম্প ওই এলাকায় আঘাত হানে। তবে মিয়ানমারের তৃতীয় বৃহত্তম নগরীতে ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪:২৩) ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মিতকিনা থেকে প্রায় ৫৬ কিলোমিটার এবং মান্দালয় থেকে ২০৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল মিয়ানমারের মাওলাইকে ৬ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে ১১ জনের প্রাণহানি হয়েছিল। এরপর ২৪ আগস্ট দেশটির আরেক ভূমিকম্পে তিনজনের প্রাণহানি এবং ১৭০টি মন্দির ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়।