ইয়েমেনে আইএসের হামলায় নিহত ৪৮

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
স্থানীয় সময় শনিবার আইএসের স্থানীয় শাখা এ হামলা চালায়।
ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এডেনের উপকণ্ঠে সাওলাবান ঘাঁটিতে বেতন সংগ্রহের জন্য অপেক্ষারত সেনাদের ওপর আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
সংগঠনের বার্তা সংস্থা আমাকে হামলার দায় স্বীকার করে আইএস।
স্থানীয় সংবাদমাধ্যম এডেন আল-গাদের খবরে বলা হয়, নিহত ব্যক্তিরা সেনা নয়, তাঁরা যুবক। কার্যত অবরুদ্ধ ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর তাইজে সরকারি অভিযানে যোগ দেওয়ার জন্য নিব্ন্ধন করছিলেন তাঁরা।
তাইজে ১৮ মাস ধরে চলা গৃহযুদ্ধে আটকা পড়েছে দুই লাখের বেশি মানুষ। শহরটিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। সেখানে হুতিরা খাদ্য ও চিকিৎসার উপকরণ পৌঁছানো বাধাগ্রস্ত করছে।
ইয়েমেনের চলমান সংঘাতে কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এমন অবস্থায় দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে।
ইয়েমেনের বন্দরনগরী এডেনে সরকারি ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে সম্প্রতি বহু হামলা হয়েছে।