প্রতিদিন রোহিঙ্গা হত্যা, ধর্ষণের খবর আসছে : জাতিসংঘ
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা ও ধর্ষণের মতো নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন এসব তথ্য পাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটির নেত্রী অং সান সু চি বিষয়টি নিয়ে ‘উদাসীন।’
দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ হুসেইন। গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮৬ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। প্রায় ২৭ হাজার মানুষ প্রাণ বাঁচাতে সীমান্তের ওপারে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অথচ ওই এলাকায় স্বাধীন কোনো পর্যবেক্ষক ঢুকতে দেওয়া হচ্ছে না।
হাইকমিশনার মিয়ানমারের সরকারের সমালোচনা করে বলেন, ‘কীভাবে খারাপ থেকে শোচনীয় পরিস্থিতি হয় রাখাইনের উত্তরাঞ্চলে মিয়ানমার সরকারের হস্তক্ষেপ একটা বড় উদাহরণ।’ তিনি আরো বলেন, ‘যদি সরকারের কিছু লুকানো না থাকে, তবে আমাদের সহায়তা নিতে সমস্যা কী।’
হাইকমিশনার জায়েদ রাদ জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের খবর প্রতিদিনই আসছে।
রাখাইন এলাকায় প্রবেশের সঙ্গে প্রাতিষ্ঠানিক আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রাভিনা সামদাসানি।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ড জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ শরণার্থী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যারা নির্যাতনে প্রত্যক্ষদর্শী।
এসব কিছুই অস্বীকার করছে মিয়ানমার সরকার। বরং বলা হচ্ছে ‘সন্ত্রাসী’ ধরতে ওই সব অঞ্চলে অভিযান করা হয়।
হাইকমিশনার জায়েদ গত জুন মাসেই জানিয়েছেন, রোহিঙ্গাদের বিপক্ষে অপরাধকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধরা যায়।