ইউক্রেনে রেস্তোরাঁয় রুশ হামলায় নিহত ৮
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোর্স্ক শহরের একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
ইউক্রেনের পুলিশ জানায়, শহরটিতে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘কিশোরসহ সাতজনের মরদেহ ধংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ২০২২ সালে জন্মগ্রহণকারী একটি শিশুও রয়েছে।’
ইউক্রেনের জরুরি পরিষেবা টেলিগ্রামে জানায়, হামলায় রিয়া পিজ্জা রেস্তোরাঁটি ধ্বংস হয়েছে। এতে ৪৭ জন আহত হয়েছে।
হামলার সময় দুই বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় থাকা ইয়েভগেন বলেন, সেখানে অনেক লোক ছিল। ধ্বংসস্তূপের নিচে শিশুও আটকা পড়ে রয়েছে।
বিস্ফোরণের পর ইয়েভগেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা তখন চলে যাচ্ছিলাম, কিন্তু তার এক বন্ধু এখন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
লেখক হেক্টর আবাদসহ কলম্বিয়ার তিন নাগরিক এই ঘটনায় সামান্য আহত হয়েছেন। তারা ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটি সফর করছিলেন।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, ‘যে শহরটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র দুটি আঘাত করেছে, সেখানে একসময় দেড় লাখ লোক বাস করতো। এটি অবরুদ্ধ পূর্বাঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর।’
রেস্তোরাঁর বাবুর্চি ৩২ বছর বয়সী রুসলান এএফপিকে বলেন, যখন ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, তখন রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল।
হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে প্রায়শই বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে।