ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিন আজ, স্নেক আইল্যান্ড সফরে জেলেনস্কি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/08/iukren-yuddh-chbi.jpg)
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৫০০তম দিন আজ শনিবার (৮ জুলাই)। আগ্রাসনের শুরুর দিকে কৃষ্ণ সাগরের এই দ্বীপটির যোদ্ধারা একটি রুশ যুদ্ধজাহাজকে অবজ্ঞা করে গোটা পৃথিবীতে বাহবা কুড়িয়েছিল। সেই দ্বীপটিকে স্মরণে রেখেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এক ভিডিও ক্লিপ। যেখানে তিনি বলেন, ‘আজ আমরা স্নেক আইল্যান্ডে, যেখানে দখলদাররা কখনোই জয়ী হতে পারেনি, ঠিক পুরো ইউক্রেনের মতো, কেন না আমরা সাহসী যোদ্ধাদের দেশ।’
দিন-তারিখ উল্লেখ ছাড়া প্রকাশিত ওই ভিডিও ক্লিপে দেখানো হয় জেলেনস্কি দ্বীপটিতে নৌকায় করে পৌঁছেন ও একটি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি এই জায়গা থেকে, বিজয়ের এই স্থানটি থেকে যুদ্ধের ৫০০তম দিনে আমার দেশের প্রতিটা সৈন্যকে ধন্যবাদ জানাই।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর কয়েকদিনের মাথায় স্নেক আইল্যান্ড দখল করে নিয়েছিল রাশিয়া।
সেসময় একটি রেডিও মেসেজ ভাইরাল হয় যেখানে আক্রমণকারী রুশ যুদ্ধজাহাজের এক ক্রুয়ের আত্মসমর্পণের আহ্বানের জবাবে একজন ইউক্রেনীয় সৈন্যকে বলতে শোনা যায় ‘গো ফাক ইয়োরসেলফ’।
দ্বীপটির ওই ইউক্রেনীয় সৈন্যদের বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়, তবে পরে রুশ বন্দিদের সঙ্গে বন্দিবিনিময়ে তারা মুক্ত হয়।
কথা বিনিময়ের ওই রেডিও রেকর্ডটি সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং তা ইউক্রেনীয়দের প্রতিরোধ যুদ্ধের থিম হিসেবে পরিচিতি পায়। যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ সমাবেশগুলোতে প্লেকার্ডে শোভা পায় স্নেক আইল্যান্ডের ঘটনা, এমনকি ঘটনা স্মরণে প্রকাশিত হয় ডাকটিকিটও।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/08/iukren-yuddh-inaar.jpg)
এপ্রিল মাসে ওই মস্কোভা নামের ওই রুশ যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরে ডুবে যায়। রুশ কর্তৃপক্ষ জানায় বিস্ফোরণের কারণে জাহাজটি ডুবে যায়।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা। গত বছরের জুন মাসে ইউক্রেনের সৈন্যরা দ্বীপটি পুনর্দখল করে।