ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি বাড়াতে সম্মত পুতিন, দাবি এরদোয়ানের
কৃষ্ণ সাগর হয়ে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। কয়েক দফায় বাড়ানো সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী সপ্তাহে। এই চুক্তির মেয়াদ বাড়বে কিনা এ নিয়ে শঙ্কা ছিল অনেক। তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শুক্রবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
এরদোয়ান আজ সাংবাদিকদের বলেন, ‘গুরুত্বপূর্ণ চুক্তিটি নিয়ে পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানিতে তিনি সায় দিচ্ছেন।’
ইউক্রেনে আগ্রাসন চালানোর পাঁচ মাস পরে মস্কো ও কিয়েভের মধ্যে এই চুক্তি হয়। আগামী সোমবার এই চুক্তির সময়সীমা শেষ হবে। পুতিন বার বার এটি নবায়ন না করার হুমকি দিয়েছেন। রাশিয়ার নিজস্ব রপ্তানিতে এই চুক্তি বাধা দিচ্ছে বলে জানিয়েছেন পুতিন।
এরদোয়ান বলেন, ‘আগস্টে পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছি আমরা। কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তি সম্প্রসারণের বিষয়ে সম্মত হয়েছেন তিনি।’
তবে, রুশ কর্তৃপক্ষ বিষয়টি এখনও পরিষ্কার করেনি। এমনকি দেশটির সংবাদ সংস্থাগুলোও বিষয়টির অগ্রগতির সম্পর্কে কিছু বলেনি। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভও এরদোয়ানের দাবিকে নিশ্চিত করেননি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন। এই চুক্তির মেয়াদ না বাড়ালে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার জাকার্তায় সাংবাদিকদের অ্যান্টনিও ব্লিনকেন বলেন, ‘এই মেয়াদ না বাড়লে উন্নয়নশীল দেশগুলো অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে। বর্তমানে গোটা বিশ্ব খাদ্য ঘাটতিতে রয়েছে।’
শস্য চুক্তির মেয়াদ বাড়াতে গত সপ্তাহে পুতিনকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাশিয়ার সার রপ্তানি প্রতিবন্ধকতা দূর করতে মস্কোকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আমি আশা করি, এই চিঠির মাধ্যমে রাশিয়া শস্য চুক্তির মেয়াদ বাড়াবে।’
এদিকে, গতকাল বৃহস্পতিবার পুতিন শস্য চুক্তির মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কোনো শর্তই পূরণ করা হয়নি।’ বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করার কথা জানিয়ে পুতিন বলেন, ‘আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরও কিছু দিন আছে। আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’
চুক্তিটি এখনও পর্যন্ত ইউক্রেনকে কৃষ্ণ সাগর বন্দর থেকে ৩২ মিলিয়ন টন শস্য ও খাদ্যদ্রব্য রপ্তানির অনুমতি দিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, এই সপ্তাহে একটি বন্দরে শস্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।