জর্জিয়া নির্বাচন মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় নিজেকে নির্দাষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। আদালতের নথি অনুসারে জানা গেছে, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।খবর আলজাজিরার।
আজ বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা আদালতের নথিতে লেখা থাকতে দেখা যায়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী আমার বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ অস্বীকার করছি এবং অভিযোগ গঠনের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করছি।’
জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেআইনিভাবে নির্বাচনের ফলাফল পরিবর্তনে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ১৮ জন সহযোগীর বিরুদ্ধে মোট ১৩টি ফৌজদারি অভিযোগ আনেন আইনজীবীরা। আগামী ৬ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিবাদীদের বিষয়ে অভিযোগ গঠনের শুনানি হবে।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থীতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পন করেন। তবে অল্প কিছু সময় গ্রেপ্তার থাকার পর দুই লাখ ডলারের বন্ডে তিনি মুক্তি পান। এই গ্রেপ্তারের ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হলেন প্রথম একজন সাবেক প্রেসিডেন্ট যার নাম ও ছবি পুলিশের খাতায় উঠল।
জর্জিয়া মামলার মাধ্যমে এ বছর ট্রাম্পের বিরুদ্ধে এটি হলো দ্বিতীয় অভিযোগ গঠন এবং চতুর্থ ফৌজদারি অপরাধের মামলা।
তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এ সবই করা হচ্ছে পুনর্নির্বাচনে প্রার্থীতার দৌড় থেকে তাকে লক্ষচ্যুত করতে।