‘শর্টকাট’ রাস্তা তৈরি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত চীনের মহাপ্রাচীর
প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ও মানুষের অপতৎপরতার জেরে ধ্বংস হয়ে যাচ্ছে চীনের মহাপ্রাচীর। ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যের আরও একটি অংশ শ্রমিকদের শর্টকাট রাস্তার খোঁজে ক্ষতিগ্রস্ত হয়েছে। শানসি প্রদেশে হওয়া এই ঘটনায় রাস্তা তৈরি করতে গিয়ে খনন যন্ত্র দিয়ে (এক্সাবেটর) মহাপ্রাচীর ভেঙে ফেলেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, নিজেদের কর্মস্থলে দ্রুত ও সহজে যাওয়ার জন্য মহাপ্রাচীর ভেঙে ফেলেছে শ্রমিকরা। এ ঘটনায় দুজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ৩৮ বছর বয়সী এক পুরুষ ও ৫৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের কাছেই তাদের কর্মস্থল। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে।
পুলিশ বলছে, সন্দেহভাজনরা নিজেদের খনন যন্ত্র যাতে সহজে কমস্থলে নেওয়ার জন্য গ্রেট ওয়ালের এক অংশের ক্ষতি করেছে। মূলত, তারা কর্মস্থলে যাওয়ার জন্য দূরত্ব কমাতেই তারা এমনটি করেছে।
চীনের মিং সাম্রাজ্যের সময় (১৩৬৮ থেকে ১৬৪৪) এই প্রাচীরের ছয় হাজার ৩০০ কিলোমিটার নির্মাণ করা হয়। ১৯৮৭ সালে ইউনেস্কো মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। ওই সময়ে বিশ্বের বৃহত্তম সামরিক কাঠামো ছিল এটি। বর্তমানে যেসব প্রাচীর এলাকায় বেশি পর্যটক যায় সেগুলো মিং শাসনামালেই তৈরি।
মিং সাম্রাজ্যের সময় ইউইয়ু কাউন্টিতে নির্মিত ৩২তম চীনা প্রচীরের অংশই ক্ষতি করেছে ওই দুই সন্দেভাজন। ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান হিসেবে শ্রেণীবদ্ধ হওয়া চীনা প্রাচীরের এই অংশের সুরক্ষা দেয় প্রাদেশিক সরকার।
বিবিসি জানিয়েছে, চীনের মহাপ্রাচীরের ক্ষতি হয়েছিল গত ২৪ আগস্ট। এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।