বায়ুদূষণ মোকাবিলায় যুব জলবায়ুকর্মীদের নিয়ে মার্কিন দূতাবাসে আলোচনা
বায়ুর গুণমান রক্ষায় সহযোগিতার সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনার জন্য তরুণ জলবায়ুকর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে মার্কিন দূতাবাস। পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় কাজ অব্যাহত রাখতে তরুণ প্রতিনিধিদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার ৫০ জন যুব জলবায়ু চ্যাম্পিয়নদের সঙ্গে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থ সাহয়তাপুষ্ট ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নস নেটওয়ার্কের (সিএসিএন) লক্ষ্য হচ্ছে এ অঞ্চলে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড চালানোর জন্য তরুণ নেতাদের সহায়তা প্রদান ও ক্ষমতায়ন।
ভারতীয় উপমহাদেশে বায়ুদূষণ মোকাবিলায় জলবায়ু কর্মীদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান ও সক্ষম করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও এ অঞ্চলের জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞরা এ সম্মেলনে যোগ দেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, জলবায়ু সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
বাইডেন প্রশাসন সম্প্রতি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় আমেরিকান ক্লাইমেট কোর এবং অন্যান্য উদ্যোগ চালু করেছে যাতে তরুণদের দুষণমুক্ত জ্বালানি, সংরক্ষণ এবং জলবায়ু সহিষ্ণুতার বিষয়ে দক্ষতার প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে।
ইউএসএআইডি, বাংলাদেশ এ লক্ষ্যে প্রশমন ও অভিযোজন পদ্ধতির মাধ্যমে জলবায়ু সংকটের মোকাবিলার জন্য বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।