আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৭
আফগানিস্তানের উত্তরাঞ্চলে সংখ্যালঘু মিয়াদের একটি মসজিদে আত্মঘাতী বোম হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। আজ শুক্রবারের (১৩ অক্টোবর) এই হামলায় আহত হয়েছে অন্তত ১৫ জন। তালেবান সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, মার্কিন সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবানরা। এরপর থেকেই দেশটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা অনেক কমেছে। তবে, আঞ্চলিক কিছু সশস্ত্র গোষ্ঠী এখনও দেশটির জন্য বড় হুমকি।
এএফপি বলছে, বাঘলান প্রদেশের পোল-ই-খোমরি শহরে ইমাম জামান মসজিদে জুমার নামাজ আদায়ে জড়ো হন শিয়া মুসলিমরা। ঠিক সে সময়েই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।
প্রাদেশিক তথ্য ও মিডিয়া প্রধান মোস্তফা আসাদুল্লাহ হাশিমি বলেন, ‘ঘটনার তদন্তে নিরাপত্তা ও তদন্তকারী বাহিনী ঘটনাস্থলে এলাকায় গেছে।’ এক বিবৃতিতে হতাহতের তথ্য শিকার করে তিনি বলেন, ‘তদন্ত চলমান।’
বাঘলান প্রদেশের প্রাদেশিক হাসপাতালে একটি সূত্র নামপ্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এখানে ১৯টি মরদেহ আনা হয়েছে। এ ছাড়া ৪০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।’
ওই সূত্র এএফপিকে বলেন, ‘নিহত ও আহত আরও কয়েকজনকে কয়েকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, ‘আমি বিস্ফোরণের তীব্র শব্দ শুনতে পাই। এরপরেই বিপুল সংখ্যক নিহত ও আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানকার পরিস্থিতি মোটেও ভালো নয়।’
আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘ঘটনাস্থল থেকে স্থানীয়দের দূরে থাকতে নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।’