রাজধানীর মোহাম্মদপুরে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার (৩০ অক্টোবর) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত চার পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে বুধবার রাতে রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সেখানে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আলাপ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে আহতদের শারীরিক অবস্থা এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে, তবে সবাই আশঙ্কামুক্ত।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন, ডিএনসিসির পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।
এর আগে বুধবার সকালে ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা জায়গায় বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনের ময়লায় থাকা বোমা বিস্ফোরণ হলে চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। আহত পরিচ্ছন্নতা কর্মীরা হলেন—মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)।