মেহেরপুরে আমবাগানে বোমা বিস্ফোরণে কৃষক আহত
মেহেরপুরে আমবাগানে পরিত্যক্ত ব্যাগে থাকা বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছেন। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শোলমারী গ্রামের ঈদগাহ পাড়া সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
পরে বোমা বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় আরিফ নামের এক কৃষক বলেন, ‘প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিলেন। পথে আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগে পা পড়ে। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
ঘটনার তথ্য জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ সুপার (এসপি) নাজমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ জানা যাবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার।
স্থানীয়রা জানান, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে চলে মাদকের আড্ডা ও রমরমা বাণিজ্য।