হামাসের হাতে জিম্মি ১৯৯ জন, দাবি ইসরায়েলের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/16/israayyel-thaamb.jpg)
গাজা উপত্যকায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হাতে অন্তত ১৯৯ ইসরায়েলি ও বিদেশি জিম্মি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আজ সোমবার (১৬ অক্টোবর) সামিরক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারতি বলেন, ‘আমরা ১৯৯ জিম্মির পরিবারগুলোকে সর্বশেষ তথ্য জানিয়েছি।’ খবর আল-জাজিরার।
ইসরায়েলের সামরিক বাহিনী ওই মুখপাত্র বলেন, ‘জিম্মিদের উদ্ধার প্রচেষ্টা আমাদের শীর্ষ পদক্ষেপের মধ্যে রয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী ও ইসরায়েল ২৪ ঘণ্টা কাজ করছে।’
এর আগে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছিল, হামাসের হাতে জিম্মি রয়েছে ১৫৫ জন।
গত ৭ অক্টোবর সকালে আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপরেই ইহুদি দেশটিতে ঢুকে বহু ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের আটক করে নিজেদের জিম্মায় নেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, অপারেশন ‘আল-আকসা ফ্ল্যাড’ নামক এই হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে সাড়ে তিন হাজার।
হামাসের হামলার জবাবে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে পাল্টা হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি গোটা গাজাকে অবরুদ্ধ করার ঘোষণা দেয় তারা। ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে অন্তত দুই হাজার ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিন। আহত হয়েছে ১০ হাজারেরও বেশি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/16/israayyel-in.jpg)
এদিকে, গতকাল রোববার হামাস থেকে বলা হয়েছিল, ইসরায়েলের হামলার জেরে ৯ জিম্মিকে হত্যা করা হয়েছে। এর মাধ্যমে জিম্মি থাকা ২২ জনকে হত্যা করেছে হামাস। সশস্ত্র সংগঠনের এই ঘোষণার আগে ইসরায়েলের বোমা হামলায় ১৩ জিম্মি প্রাণ হারান। তবে, হামাসের এই দাবি অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।